Complete Works of Swami Vivekananda [Volume 8,Page - 2069]
Jesus Christ was God — the Personal God become man. He has manifested Himself many times in different forms and these alone are what you can worship. God in His absolute nature is not to be worshipped. Worshipping such God would be nonsense. We have to worship Jesus Christ, the human manifestation, as God. You cannot worship anything higher than the manifestation of God. The sooner you give up the worship of God separate from Christ, the better for you. Think of the Jehovah you manufacture and of the beautiful Christ. Any time you attempt to make a God beyond Christ, you murder the whole thing. God alone can worship God. It is not given to man, and any attempt to worship Him beyond His ordinary manifestations will be dangerous to mankind. Keep close to Christ if you want salvation; He is higher than any God you can imagine. If you think that Christ was a man, do not worship Him; but as soon as you can realise that He is God, worship Him. Those who say He was a man and then worship Him commit blasphemy; there is no half-way house God as manifest in Christ.
ChatGPT দ্বারা অনুবাদ 👉যিশু খ্রিস্ট ছিলেন ঈশ্বর — সেই ব্যক্তিগত ঈশ্বর যিনি মানুষ হয়ে অবতীর্ণ হয়েছেন। তিনি বহুবার নানা রূপে নিজেকে প্রকাশ করেছেন, এবং কেবল সেই প্রকাশিত রূপগুলিকেই তুমি উপাসনা করতে পারো। ঈশ্বর তাঁর পরম বা নিরাকার স্বরূপে উপাস্য নন; এমন ঈশ্বরকে উপাসনা করা সম্পূর্ণ অর্থহীন। আমাদের যিশু খ্রিস্টকে — মানব রূপে প্রকাশিত ঈশ্বরকে — ঈশ্বর হিসেবে উপাসনা করতে হবে। ঈশ্বরের প্রকাশের চেয়ে উচ্চ কিছু তুমি উপাসনা করতে পারবে না। যত তাড়াতাড়ি তুমি খ্রিস্টের বাইরে আলাদা এক ঈশ্বরের উপাসনা ত্যাগ করবে, তোমার ততই মঙ্গল হবে। ভাবো তো, তোমরা যে ‘যিহোবা’ নিজে সৃষ্টি করো, আর সেই তুলনায় কত সুন্দর সেই খ্রিস্ট! তুমি যখনই খ্রিস্টের বাইরে আরেক ঈশ্বর গঠন করতে চাও, তখনই তুমি সম্পূর্ণ সত্যকে হত্যা করো। ঈশ্বর ছাড়া অন্য কেউ ঈশ্বরের উপাসনা করতে পারে না; মানুষের পক্ষে তা সম্ভব নয়। আর ঈশ্বরের সাধারণ প্রকাশের বাইরে গিয়ে তাঁকে উপাসনা করার যে কোনো প্রয়াসই মানবজাতির জন্য বিপজ্জনক। যদি মুক্তি চাও, তবে খ্রিস্টের কাছেই থেকো; তিনি সেই সর্বোচ্চ ঈশ্বর, যাঁকে তুমি কল্পনাও করতে পারবে না। যদি তুমি মনে করো খ্রিস্ট শুধু একজন মানুষ ছিলেন, তবে তাঁকে উপাসনা কোরো না; কিন্তু যতক্ষণ না তুমি উপলব্ধি করছ যে তিনি ঈশ্বর, ততক্ষণ তাঁকে ঈশ্বর হিসেবে পূজা করো না। যারা বলেন তিনি মানুষ ছিলেন, অথচ তাঁকে উপাসনা করেন — তারা মহা-নিন্দা করে। তোমার জন্য কোনো মধ্যপন্থা নেই; তোমাকে সম্পূর্ণ সত্যটিকেই গ্রহণ করতে হবে।
“যে পুত্রকে দেখেছে, সে পিতাকেও দেখেছে”; আর পুত্রকে না দেখে তুমি পিতাকে দেখতে পারবে না। সেই দর্শনহীন কথা, আকাশকুসুম দর্শন, কেবলই স্বপ্ন আর কল্পনা। কিন্তু যদি তুমি আত্মিক জীবনে সত্যিকার দৃঢ়তা চাও, তবে ঈশ্বরের সেই প্রকাশিত রূপ — খ্রিস্টের — সঙ্গেই দৃঢ়ভাবে লেগে থেকো।
No comments:
Post a Comment